ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মরক্কোয় বন্যায় ৩০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
মরক্কোয় বন্যায় ৩০ জনের প্রাণহানি ছবি : সংগৃহীত

ঢাকা: উত্তর আফ্রিকার দেশ মরক্কোর দক্ষিণাঞ্চলে বন্যায় ৩০ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে বহু মানুষ।

প্রাণহানির সংখ্যা আরো বাড়তে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অনেক অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পর্যটক এলাকা হিসেবে পরিচিত মারাকেশে বন্যায় বহু ঘরবাড়ি ভেসে গেছে।

বন্যায় ফলে রাস্তাঘাট ধসে যাওয়ায় জরুরি উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হচ্ছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এদিকে, স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে শতাধিক বাড়ি আংশিক বা পুরোপুরি ধসে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হওয়া সড়কগুলোর মধ্যে ৬টি মহাসড়ক রয়েছে।

আরো বৃষ্টিপাতের কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।