ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, মার্চ ২৭, ২০১১
সিরিয়ায় ১২ জন নিহত

দামেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলের শহর লাতাকিয়ায় শনিবার এক সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্টের উপদেষ্টা বুথাইনা শাবান রোববার বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।



শাবান এএফপিকে বলেন, ‘সরকারি হিসেবে লাতাকিয়ায় শনিবার সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ১০ জন এবং দুই বন্দুকধারী নিহত হয়েছেন। ’

গুপ্তহত্যাকারীদের হাতে দুইজন পথচারী নিহত হওয়ার একদিন পর সিরিয়ার সেনাবাহিনী রাজধানী দামেস্ক থেকে ২২০ মাইল উত্তরপশ্চিমের বন্দরনগরী লাতাকিয়ায় প্রবেশ করেন বলে একজন সরকারি কর্মকর্তা জানান।

ব্যাপক রাজনৈতিক সংস্কারের দাবিতে সিরিয়াতে ১৫ মার্চ থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের পর শনিবারই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

ব্যাপক বিক্ষোভের মুখে এরই মধ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ১৯৬৩ সালে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়াসহ সংস্কারের প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা,মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।