ওসাকা: জাপানের উত্তরপূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় সোমবার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পুরো উত্তরাঞ্চল কেঁপে উঠে।
ভূমিকম্পের পরপর কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে। পরে অবশ্য সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয় বলে জাপানের ভূমিকম্প সংস্থা জানায়।
এর আগে, সংস্থাটি ভূমিকম্পের কারণে মিয়াগি এলাকায় ৫০ সেন্টিমিটার ঢেউয়ের সুনামির আশঙ্কা প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের ভূমিকম্প জরিপ সংস্থা প্রথমে জানিয়েছিল, সোমবারের ভূমিকম্পটি রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার এবং এর কেন্দ্র ছিল ১৭ কিলোমিটার গভীরে ।
উল্লেখ্য, গত ১১ র্মাচ জাপানের এই অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মার্চ ২৮,২০১১