ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে অগ্নিকাণ্ডে ২৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
চীনে কয়লা খনিতে অগ্নিকাণ্ডে ২৪ জনের প্রাণহানি

ঢাকা: চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডে অন্তত ২৪ শ্রমিকের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫৪ শ্রমিক।

 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

 

খনিটি রাষ্ট্রীয় মালিকানাধীন লিয়াওনিং ফুক্সিন কয়লা করপোরেশন পরিচালনা করতো বলে জানিয়েছে সিনহুয়া।

 

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এছাড়া হতাহতদের পরিচয়ও জানা সম্ভব হয়নি। তবে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

 

খনি দুর্ঘটনায় চীনে প্রতিবছর কয়েকশ শ্রমিক নিহত হন। তবে কর্তৃপক্ষের উদ্যোগে খনিতে কাজ করা শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি দিনদিন জোরদার হচ্ছে।

 

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।