ঢাকা: মরণঘাতী ভাইরাস ইবোলায় প্রাণহানি সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত এ ভাইরাসে পনের হাজার ৯শ’ ৩৫ জন আক্রান্তের খবর পাওয়া গেছে, যার অধিকাংশই পশ্চিম আফ্রিকায়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম জানায়, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পাঁচ হাজার ৬শ’ ৮৯ জনের প্রাণহানি হয়েছে।
গত শুক্রবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রাণহানির সংখ্যা ছিল পাঁচ হাজার ৪শ’ ৫৯ এবং আক্রান্ত ১৫ হাজার ৩শ’ ৫১ জন।
শুরু থেকেই ইবোলার প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে পশ্চিম আফ্রিকার দেশে গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওনে। গত বছরের ডিসেম্বরে গিনিতেই সর্বপ্রথম ইবোলা দেখা দেয়।
তবে গিনি ও লাইবেরিয়ায় ইবোলার প্রকোপ বর্তমানে স্থিতিশীল হলেও, সিয়েরালিওনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
ভাইরাসটি প্রতিরোধে ২০১৫ সালের মাঝামাঝি নাগাদ দুই লাখ ইবোলা প্রতিষেধক তৈরি হবে বলে আশা করছে হু।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪