ঢাকা: ঐতিহাসিক সফরে তুরস্কে যাচ্ছেন পোপ ফান্সিস। দেশটিতে ধর্মীয় সংলাপ চালু করার জন্যই পোপের এই সংক্ষিপ্ত সফর।
বিবিসি অনলাইন জানায়, রাজধানী আঙ্কারায় প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তাকে স্বাগত জানাবেন।
সফরে ইস্তাম্বুলে অর্থোডক্স ক্রিস্টিয়ান চার্চের প্রধানের সঙ্গে দেখা করবেন পোপ।
এই নিয়ে চতুর্থবার কোনো পোপ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কে সফর করছেন।
তুরস্কের সীমান্তে সিরিয়ান উদ্বাস্তুদের মানবিক ব্যাপারেও কথা বলবেন পোপ। যুদ্ধের কারণে তুরস্কের সীমান্তে বর্তমানে ১৬ লাখ সিরিয়ান থাকছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪