ঢাকা: নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে দফায় দফায় গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। শোনা গেছে গুলিবিনিময়ের শব্দও।
দেশটির উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর কানোর ‘আমির’স প্যালেস’ মসজিদের বাইরে শুক্রবারের (২৮ নভেম্বর) জুমার নামাজের জনসমাগমকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, জুমার নামাজ শুরু হওয়ার পরপরই শাহী মসজিদটির বাইরে পরপর দু’টি শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই দুটি বোমা বিস্ফোরণস্থলের কিছুটা দূরে আরও একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এ সময় মসজিদের ভেতরে কানো শহরের প্রশাসক (আমির) সানসুই লামিদো অবস্থান করছিলেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বোমা হামলার পর গুলিবিনিময়ের শব্দ শোনা গেছে, তবে কে বা কারা গুলি করছিল এ ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেননি।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪