ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ভারত অস্থিতিশীল করার চেষ্টায় আইএসআই’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
‘ভারত অস্থিতিশীল করার চেষ্টায় আইএসআই’ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানকে আক্রমণ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতকে অস্থিতিশীল করার চেষ্টায় ব্যস্ত।

শনিবার আসামের গুহাটিতে নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে আইএসআইয়ের প্রতি ইঙ্গিত করে এ অভিযোগ করেন রাজনাথ সিং।

অনুষ্ঠানে পুরো ভারতের বিভিন্ন অঞ্চলের পুলিশ প্রধান ও সিনিয়র গোয়েন্দা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

চলতি সপ্তাহে কাশ্মীরে সেনা ঘাঁটিতে জঙ্গিদের গেরিলা আক্রমণের প্রতি ইঙ্গিত দিয়ে রাজনাথ সিং অভিযোগ করেন, পাকিস্তান কাশ্মীর সীমান্তে জঙ্গিদের এখনও মদদ দিচ্ছে।

ওই হামলায় কমপক্ষে ১০ জন নিহত হন।

তিনি বলেন, আমার বলতে দ্বিধা নেই পাকিস্তানের সামরিক গোয়েন্দা বাহিনী আইএসআই ভারতে অস্থিতিশীল করতে কজ করছে।

কাশ্মীর নিয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশের এই বিরোধ দীর্ঘ দিনের। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর তিনবার যুদ্ধে জড়ায় এই দুই দেশ।

সম্মেলনে রাজনাথ সিং যেসব তরুণ আইএসে যোগ দিতে ভারত ছাড়তে চায় তাদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।