পুনে: ভারতীয়দের কাছে এমনিতেই পূজনীয় ক্রিকেট খেলা। এরমধ্যে প্রতিবেশী ও ‘চিরশত্রু’ পাকিস্তানের হলে তো কথাই নেই।
নির্বিঘ্ন খেলা দেখার জন্য ভারতের বহু চাকুরে আগেই ছুটি নিয়েছেন। মানুষের আগ্রহ এই খেলা নিয়ে এতোই বেশি যে, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীরা পর্যন্ত তাদের অস্ত্রোপচারের তারিখ পিছিয়ে দিয়েছেন। কারণ তারা শচীন টেন্ডুলকারের ব্যাটিং আর ভারতের খেলা দেখবেন।
স্বামীরা আজ ‘ব্যস্ত’ থাকবেন বলে রুবি হল ক্লিনিকের ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডাঃ সুনিতা তেন্দুলওয়াদকারের অনেক রোগী তাদের সাক্ষাতের নির্ধারিত তারিখ পিছিয়ে দিতে তার কাছে অনুরোধ করেছেন বলে সুনিতা জানান।
অর্থোপেডিক সার্জান ডাঃ রাজেশ পারাসনিসও তার রোগীদের কাছ থেকে একই ধরনের অনুরোধ পান বলেও জানান। তবে মানুষ স্বাস্থ্যের তুলনায় খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছে, এটা দুঃখজনক উল্লেখ করে রাজেশ বলেন, ‘রত্নাগিরির এক রোগীর আজ (বুধবার) মেরুদণ্ডের একটি টিউমারের অস্ত্রোপচার হওয়ার কথা ছিলো। কিন্তু আজকের দিনের জন্য তিনি তা বাতিল করেছেন। ’
এদিকে, রোগীদের এ অনিচ্ছার কারণে ডাক্তাররাও শান্তি মতো খেলা উপভোগ করতে পাবেন। অন্য দিন ডাক্তররা রোগীদের সময় দিতে হাঁপিয়ে ওঠেন, আর এদিনে রোগীরাই উল্টো ডাক্তারদের ফোন করে নির্ধারিত সাক্ষাৎ ও অস্ত্রোপচারের সময়সূচী বাতিল করেছেন।
ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান পাক-ভারত খেলা উপভোগের জন্য তাদের কর্মকর্তা, কর্মচারীদের ৬ ঘণ্টা ছুটি ঘোষণা করেছে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১