ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৪
মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন বেড়েছে ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যৌন নির্যাতনের ঘটনা বেড়েছে। চলতি বছর যৌন নির্যাতন বেড়েছে ৮ ভাগ।

এ বছর যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে ৫ হাজার ৯৮৩টি। গত বছর এটি ছিল ৫ হাজার ৫১৮।

তবে পেন্টাগন প্রকাশিত অজ্ঞাত একটি দ্বিবার্ষিক প্রতিবেদনে জানা গেছে, ২০১২ সালের তুলনায় ২০১৪ সালে অনাকাঙ্ক্ষিত যৌন সংস্পর্শে আসার ঘটনা ২৫ ভাগ কমেছে। ২০১২ সালে যৌন সংস্পর্শে আসার ঘটনা ছিল ২৬ হাজার ও ২০১৪ সালে তা এসে দাঁড়ায় ১৯ হাজারে। এদের মধ্যে ১০ হাজার ৫০০ পুরুষ ও ৮ হাজার ৫০০ নারী।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বৃহস্পতিবার এটিকে ‘প্রকৃত অগ্রগতি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, পেন্টাগন যৌন নিপীড়ন যুদ্ধে জয়ী হচ্ছে। তবে আরো অনেক দূর যেতে হবে।

তিনি বলেন, পেন্টাগন যৌন হয়রানি রোধে তিনবছর মেয়াদী যে পরিকল্পনা নিয়েছিল তার ফল পাওয়া শুরু হয়েছে।

হেগেল বলেন, যখন কেউ এ ধরনের ঘটনার মুখোমুখি হন সবার উচিত তার সাহায্যে এগিয়ে আসা। তাকে শাস্তি দেওয়া যাবে না।

সামরিক কর্মকর্তারা বলছেন, তাদের মধ্যে যৌন হয়রানির ঘটনা প্রকাশে যে অনীহা রয়েছে তা কেটে যাচ্ছে। কারণ কর্মকর্তারা আগের চেয়ে আরো বেশি অভিযোগ দিচ্ছেন।

তবে উদ্বেগের কথা হচ্ছে, সামরিক বাহিনীতে কর্মরত ৬২ ভাগ জানান, তথ্য প্রকাশ করায় তারা নির্যাতনের শিকার হয়েছেন।

বাংলাদেশস সময়: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।