দামাস্কাস: সিরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতিহত করা হবে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ বুধবার পার্লামেন্টে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন।
আসাদ বলেন, ‘বাইরে থেকে সিরিয়ার বিরুদ্ধে বড় ধরনের পরিকল্পনা করা হচ্ছে। লোকজনকে বোকা বানিয়ে রাস্তায় নামানো হয়েছে। ’
দুই সপ্তাহ আগে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এ প্রথম তিনি মুখ খুললেন। বিক্ষোভে এ পর্যন্ত ৬০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।
তিনি বলেন, সিরিয়ায় সংস্কার জরুরি। এজন্য মন্ত্রীদের উচিৎ জনগণের কথা শোনা। তিনি বলেন, ‘সংস্কার ঋতুভিত্তিক ব্যাপার নয়। ’
আশা করা হচ্ছিল, গত ৫০ বছরের জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া ঘোষণা দেবেন তিনি। তবে এজন্য দীর্ঘ সময় লাগবে বলেও তিনি জানান। ২০০০ সালে পিতা হাফিজের স্থলাভিষিক্ত হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হন আসাদ।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১