ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা আসাদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১
সিরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা আসাদের

দামাস্কাস: সিরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতিহত করা হবে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ বুধবার পার্লামেন্টে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন।

খবর বিবিসির।

আসাদ বলেন, ‘বাইরে থেকে সিরিয়ার বিরুদ্ধে বড় ধরনের পরিকল্পনা করা হচ্ছে। লোকজনকে বোকা বানিয়ে রাস্তায় নামানো হয়েছে। ’

দুই সপ্তাহ আগে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এ প্রথম তিনি মুখ খুললেন। বিক্ষোভে এ পর্যন্ত ৬০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

তিনি বলেন, সিরিয়ায় সংস্কার জরুরি। এজন্য মন্ত্রীদের উচিৎ জনগণের কথা শোনা। তিনি বলেন, ‘সংস্কার  ঋতুভিত্তিক ব্যাপার নয়। ’

আশা করা হচ্ছিল, গত ৫০ বছরের জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া ঘোষণা দেবেন তিনি। তবে এজন্য দীর্ঘ সময় লাগবে বলেও তিনি জানান। ২০০০ সালে পিতা হাফিজের স্থলাভিষিক্ত হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হন আসাদ।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।