ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনে গাদ্দাফির পররাষ্ট্রমন্ত্রী, পদত্যাগের সম্ভাবনা

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১
ব্রিটেনে গাদ্দাফির পররাষ্ট্রমন্ত্রী, পদত্যাগের সম্ভাবনা

লন্ডন: লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির পরারষ্ট্রমন্ত্রী বুধবার ব্রিটেনে পৌঁছেছেন। সহকর্মীদের কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী লিবিয়া ত্যাগ করেন বলে ব্রিটেনের এক কর্মকর্তা জানিয়েছেন।



পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা বুধবার পশ্চিম লন্ডনের ফার্নবোরাফ বিমানবন্দরে পৌঁছান বলে পররাষ্ট্র কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানা যায়।

এতে বলা হয়, ‘তিনি নিজের ইচ্ছাতেই ব্রিটেন ভ্রমণে এসেছেন। তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে আমাদের বলেছেন। ’  

‘মুসা কুসা গাদ্দাফির সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা। বহির্বিশ্বে গাদ্দাফির সরকারকে উপস্থাপন করাই তার প্রধান দায়িত্ব। কিন্তু তিনি এ কাজ করার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেছেন। ’

এদিকে দুই দিন তিউনিশিয়ায় অবস্থানের পর ব্রিটেনে পৌঁছেছেন মুসা। তবে তার এ ভ্রমণকে ত্রিপোলি থেকে আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত সফর হিসেবে উল্লেখ করা হয়েছে ।

তার দেশ ত্যাগের ঘটনার মধ্য দিয়ে লিবিয়া সরকার আবারও বড় রকমের একটি ধাক্কা খেলো। ওয়াশিংটন থেকেও এ বিষয়ে একমত প্রকাশ করা হয়।  

লিবিয়ায় চার দশকের স্বৈরশাসক গাদ্দাফির গণহত্যা বন্ধে ও তার পতনের জন্য ন্যাটোর নেতৃত্বে মার্কিন, ব্রিটিশ ও ফ্রান্সের সমন্বয়ে জোট বাহিনী সামরিক অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।