ওয়াশিংটন: লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতন আবশ্যাম্ভাবী বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে দেশটির অর্ধেকেরও বেশি জনগণ লিবিয়ায় মার্কিন সেনা অভিযানের বিরোধী বলে বুধবার পরিচালিত নতুন এক জরিপে জানা যায়।
গাদ্দাফির হাত থেকে জনগণকে রক্ষায় মার্কিন বাহিনী সফল হবে বলে অধিকাংশ মার্কিনী ধারণা করলেও মার্কিন বাহিনীর সেখানে দীর্ঘমেয়াদে অবস্থান করা বিষয়ে তাদের মধ্যে উদ্বেগ দেখা যায়।
এদিকে ৪৭ শতাংশের মধ্যে ৪১ শতাংশ ভোটারই লিবিয়ায় মার্কিন অভিযানের বিরোধিতা করেন। সম্প্রতি কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের পরিচালিত জরিপে এ তথ্য জানা যায়।
এদিকে গাদ্দাফির পদত্যাগের বিষয়ে আত্মবিশ্বাসী বলে আবারও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ‘সামরিক অভিযানের সঙ্গে সঙ্গে অন্যান্য দিক থেকে ক্রমাগত গাদ্দাফি ও তার বাহিনীর প্রতি চাপ প্রয়োগ অব্যাহত রাখলে তিনি পদত্যাগে বাধ্য হবেন বলে আমরা আশা করছি। ’
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরোধীদের অস্ত্র সরবরাহ বিষয়ে ওবামা বলেন, ‘বিরোধীদের সমর্থন করার সম্ভাব্য সব উপায় আমরা বিবেচনা করে দেখছি। ’
উল্লেখ্য, দীর্ঘ ৪২ বছর ক্ষমতা আঁকড়ে থাকা মুয়াম্মার গাদ্দাফির পতনের লক্ষ্যে জোট বাহিনী দেশটিতে অভিযান পরিচালনা করছে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১