ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের উত্তরপশ্চিমে আবারও শক্তিশালী ভূমিকম্প

আর্ন্তজাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১
জাপানের উত্তরপশ্চিমে আবারও শক্তিশালী ভূমিকম্প

টোকিও: স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর থেকে জাপানে একের পর এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার আবারও রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।



তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানায়।

 রাজধানী টোকিও থেকে ৪১৭ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন সংস্থাটি জানিয়েছে, এর গভীরতা ছিল ৩৯ দশমিক ৬ কিলোমিটার।

গত ১১ মার্চ ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদশে সময়: ১৫১৫ ঘণ্টা, র্মাচ ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।