ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০২ সালে ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটর থাকা অবস্থায় যে কোনো দেশের একনায়ক উৎখাতে পরিচালিত যুদ্ধ অযৌক্তিক বলে মন্তব্য করেন।
২০০২-এর ২ অক্টোবর শিকাগোতে একটি যুদ্ধবিরোধী মিছিলে যোগ দিয়ে ওবামা তার অবস্থান পরিষ্কার করেন।
২০০১-এর ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর ওবামা বলেন, ‘আমি সব যুদ্ধের বিরুদ্ধে নই, তবে অযৌক্তিক যুদ্ধের বিরোধী। ’
এদিকে, গত ২৮ মার্চ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে অপসারণের জন্য সামরিক অভিযানের ছাড়া আর কোনো পথ নেই।
ওবামা তার পক্ষে যুক্তির উপস্থাপন করে বলেন, ‘গাদ্দাফির কাছে তার নিজ দেশের জনগণের কোনো ক্ষমা নেই। গাদ্দাফি সাধারণ মানুষকে ইঁদুরের সঙ্গে তুলনা করেন। ’
বাংলাদশে সময়: ১৮২৯ ঘণ্টা, র্মাচ ৩১, ২০১১