ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কুয়েতে মন্ত্রিসভার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১
কুয়েতে মন্ত্রিসভার পদত্যাগ

কুয়েত সিটি: কুয়েতের মন্ত্রিসভা বৃহস্পতিবার পদত্যাগ করেছে। এতে তেল সমৃদ্ধ দেশটিতে নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টি হলো।

মন্ত্রী রুদান আল-রুদান এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী নাসের মোহাম্মদ আল-আহমাদ আল-সাবাহর অধীনে এটি ছিল ষষ্ঠ মন্ত্রিসভা। তবে এ ঘটনার সঙ্গে আরব বিশ্বের বিভিন্ন দেশের সরকার বিরোধী বিক্ষোভের কোনো সম্পর্ক নেই। গত পাঁচ বছরে কুয়েতে তিনটি পার্লামেন্ট বিলুপ্ত করা হয়েছে।

কুয়েতের বার্তা সংস্থা কুনাকে রুদান বলেন, ‘একটি আকস্মিক বৈঠকে কুয়েতের মন্ত্রিসভা পদত্যাগপত্র জমা দিয়েছে। ’

এর আগে পার্লামেন্টের সদস্যরা কুয়েতের ক্ষমতাসীন আল-সাবাহ পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে উত্থাপন করে। বিশেষ করে, ওই পরিবারের তিনজন মন্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।

উদারনীতিক সংসদ সদস্য আদেল আল-সারাবি ও মারজুক আল-ঘানেম উপপ্রধানমন্ত্রী শেখ আহমাদ ফাহাদের বিরুদ্ধে ৯০ কোটি মার্কিন ডলার দুর্নীতির অভিযোগ আনেন।

এছাড়া তথ্য ও তেল মন্ত্রী শেখ আহমাদ আবদুল্লাহ আল-সাবাহ ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আল-সাবাহ বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।