ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

এ রাজাসহ ৯ ব্যক্তি, ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, এপ্রিল ২, ২০১১
এ রাজাসহ ৯ ব্যক্তি, ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

নয়াদিল্লি: ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) সাবেক টেলিকমমন্ত্রী এ রাজাসহ ৯ ব্যক্তি ও তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করা হয়েছে। খবর  সিফির।



এ রাজা ও তার সহকারীরা দ্বিতীয় প্রজন্মের (টুজি) মোবাইল কেলেঙ্কারির সঙ্গে জড়িত সন্দেহে কয়েক মাস আগে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগপত্রগুলো সাতটি বাক্সে ভরে বিচারক ওপি সাইনির বিশেষ আদালতে  দাখিল করা হয়েছে।

এ রাজা ছাড়াও তার সহকারী আর কে চান্দোলিয়া, সাবেক টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরা, সোয়ান টেলিকমের শহিদ বালওয়া ও পরিচালক বিনোদ গোয়েনকা এবং ইউনিটেক ওয়ারলেসের পরিচালক সঞ্জয় চন্দ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়া রিলায়েন্স অনিল ধিরুভাই আম্বানি গ্রুপের তিন কর্মকর্তা গৌতম দোশি, হরি নায়ের ও সুরেন্দ্র পিপারা এ অভিযোগপত্রে রয়েছেন।

এদের মধ্যে চারজন বিচারিক হেফাজতে রয়েছেন। বাকিদের বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন। তাদের সবাইকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, অনিল আম্বানি গ্রুপের তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্রে বলা হয়েছে, মোবাইলের স্পেকট্রামের ব্যাপারে তারা তথ্য গোপন করেছে। আর ইউনিটেকের বিরুদ্ধে অভিযোগ তাদের প্রয়োজনীয় অনুমোদন ছিল না।

তদন্তে বলা হয়েছে, ‘সরকার সিবিআই-এর তদন্ত ও প্রমাণের পরিপ্রেক্ষিতে এই অভিযোগত্র দাখিল করেছে। ভারতীয় আইন অনুসারে অভিযুক্তরা স্বচ্ছ বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত নির্দোষ বিবেচিত হবেন। ’

সিবিআই-এর একজন কর্মকর্তা বলেন, ‘আমরা ১২৫ প্রত্যক্ষদর্শীর কাছ থেকে তথ্য পেয়েছি, এগুলো অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। ’

অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইন্ডিয়ান প্যানেল কোড এবং দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৮৮ অনুসারে প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক চক্রান্তের অভিযোগ আনা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।