ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়াতে ন্যাটোর হামলায় ৭ বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১১
লিবিয়াতে ন্যাটোর হামলায় ৭ বিদ্রোহী নিহত

ত্রিপোলি: লিবিয়াতে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো বাহিনীর হামলায় শনিবার পূর্বাঞ্চলীয় শহর ব্রেগায় সাতজন বিদ্রোহী নিহত হয়েছে। খবর আলজাজিরা ও এএফপির।



ন্যাটো জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে। সংস্থাটির মতে, মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর লক্ষ্য করে তারা যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে।

একটি অ্যাম্বুলেন্সসহ চারটি গাড়ি ব্রেগার প্রবেশ পথ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেছে। এগুলো পুড়ে গেছে। বিবিসির একজন সংবাদদাতা এই ঘটনা প্রত্যক্ষ করেছেন।

এদিকে, লিবিয়া বিরোধীদের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে। সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম এই প্রস্তাবকে ‘পাগলামি’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, বিদ্রোহীরা যেসব শহরের দখল নিয়েছে গাদ্দাফি অনুগত বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে সেসব শহরের দখল না নেওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।

জোট বাহিনীর বিমান হামলা চালনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে তিনি বলেন, বৃহস্পতিবারের একটি বিমান হামলায় বহু বেসামরিক লোকের প্রাণহানি ঘটেছে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।