ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কাজাখস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, এপ্রিল ৩, ২০১১
কাজাখস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আস্তানা: ককেশীয় অঞ্চলের দেশ কাজাখস্তানে রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের ক্ষমতার মেয়াদ বাড়ানোর লক্ষ্যেই এই ভোট অনুষ্ঠিত হচ্ছে।

খবর এএফপির।  

ভোটগ্রহণ সকালে শুরু হয়ে রাত ৮টায় শেষ হবে এবং সোমবার সকাল নাগাদ ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

মুসলিম সংখ্যাগরিষ্ট এই দেশটির এক কোটি ৬৪ লাখ জনসংখ্যার মধ্যে ৯২ লাখ লোক তাদের ভোটার তালিকায় নাম নিবন্ধন করেছেন।  

অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপস ইলেকশন আর্মের পক্ষ থেকে ৪০০ পর্যবেক্ষক এই নির্বাচন অংশ নিয়েছে।

এদিকে, দেশের প্রধান বিরোধী দলগুলো এই নির্বাচন বর্জন করেছে এবং জনগণকে ভোট না দেওয়ার  অনুরোধ জানিয়েছে।  

ক্ষমতাসীন প্রেসিডেন্ট নাজারবায়েভ ১৯৮৯ সাল থেকে দীর্ঘ তিন দশকের বেশি সময় ক্ষমতায় রয়েছেন।

নির্বাচনে নাজারবায়েভের প্রধান তিন প্রতিদ্বন্দ্বী  হলেন, দেশটির দ্বিতীয় বৃহত্তম কম্যুনিস্ট দলের প্রধান ঝামবিয়াল আকমেতবেকভ, সরকার সমর্থিত সিনেটর গানি কাসায়মভ এবং পরিবেশবাদী মেলস ইলুজিসভ।  

প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বলেন, এর আগে সবশেষ ২০০৫ নির্বাচনে নাজারবায়েভ ৯১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।