কাবুল: আফগানিস্তানের উত্তরাঞ্চলে জাতিসংঘের কার্যালয়ে শুক্রবার রক্তক্ষয়ী হামলায় ৭ জন জাতিসংঘকর্মী নিহত হয়। হতাহতের এই ঘটনার পরও দেশটিতে জাতিসংঘের কাজে কোনো প্রভাব পড়বে না বলে রোববার আশ্বস্ত করেন সংস্থাটির বিশেষ প্রতিনিধি স্তেফান দ্য মিসতুরা।
কাবুলে এক সংবাদ সম্মেলনে মিসতুরা সাংবাদিকদের বলেন, ‘এই দুঃসময়ে দেশটিতে জাতিসংঘের কার্যক্রম এবং সংস্থার সদস্যদের উপস্থিতি একইরকম থাকবে। ’
মিসতুরা বলেন, হামলার পর কার্যালয়টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখানে এই অবস্থায় কাজ করা সম্ভব নয়। এ কারণেই ১১ জন আন্তর্জাতিক কর্মীকে অস্থায়ী ভাবে কাবুলে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নতুন করে এখানে জনবল নিয়োগ দেবে জাতিসংঘ। যত দ্রুত সম্ভব এই অঞ্চলে জাতিসংঘ কর্মীরা কাজ শুরু করবে বলেও উল্লেখ করেন মিসতুরা।
গত মাসে ফ্লোরিডার যাজক টেরি জনসনের কোরআন পোড়ানোর ঘোষণার প্রতিবাদে শুক্রবার কয়েক হাজার বিক্ষুদ্ধ জনতা মাজার ই শরিফের জাতিসংঘ কার্যালয়ে হামলা চালায়।
বাংলাদেশ সময়: ১৫৫৩, এপ্রিল ০৩, ২০১১