কাবুল: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাজক টেরি জনসনের কোরআন পোড়ানোর ঘোষণা কেন্দ্র করে আফগানিস্তানে রোববার নতুন করে শত শত বিক্ষোভকারী কান্দাহারের রাজপথে নেমেছে। খবর এএফপির।
দক্ষিণাঞ্চলে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে শনিবার ১০ জন নিহত হওয়ার পর জনগণ আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে।
কর্তৃপক্ষ জানায়, সহিংসতায় নিরাপত্তা বাহিনীর কর্মীসহ ৮০ জনের বেশি আহত হয়। বিক্ষোভকারীরা কান্দাহারের জাতিসংঘ কার্যালয় এবং সরকারি অফিসের দিকে যেতে চাইলে পুলিশ এতে বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার শত শত বিক্ষোভকারী যাদের বেশিরভাগই তরুণ, রাস্তায় নেমে আসে এবং ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’, ‘কারজাই নিপাত যাক’, বলে শ্লোগান দেয়। স্থানীয় প্রশাসনের মুখপাত্র জালমাই আয়ুবি জানান, বিক্ষোভ শান্তিপূর্ণই ছিল।
যুক্তরাষ্ট্র কান্দাহারকে তালেবান আন্দোলনের স্বর্গ রাজ্য হিসেবে আখ্যা দিয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফে জাতিসংঘের কার্যালয়ে শুক্রবার বিক্ষুব্ধ জনগণের রক্তক্ষয়ী হামলায় ৭ জন জাতিসংঘকর্মী নিহত হয়। হতাহতের এই ঘটনার পরও দেশটিতে জাতিসংঘের কাজে কোনো প্রভাব পড়বে না বলে রোববার আশ্বস্ত করেন সংস্থাটির বিশেষ প্রতিনিধি স্তেফান দ্য মিসতুরা।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১১