আবিদজান: আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানের বিমানবন্দর দখলে নিয়েছে ফ্রান্সের সেনাবাহিনী। একইসঙ্গে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েনও করা হচ্ছে বলে ফ্রান্সের সামরিক বাহিনীর মুখপাত্র থিয়েরি বুরখার জানান।
জাতিসংঘের স্বীকৃতি পাওয়া প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারার সমর্থক ও ক্ষমতা আঁকড়ে থাকা লরেন্ত বাগবোর সঙ্গে বৃহস্পতিবার নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এ ঘটনার পর ফ্রান্স সেখানে আরও ৩০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
আইভরি কোস্টে নির্মিত ফ্রান্সের শিবিরে দেড় হাজারের বেশি বিদেশি আশ্রয় নিয়েছে।
ওয়াত্তারার একজন উপদেষ্টা বলেন, বাগবোকে ক্ষমতাচ্যুত করতে ওয়াত্তারার সমর্থকরা আবিদজান শহরের চারপাশে জড়ো হচ্ছে। বার্তা সংস্থা এপি এ খবর প্রকাশ করেছে।
গত শনিবার আবিদজানে ভারি গোলাগুলির শব্দ শোনা গেছে। এছাড়া প্রেসিডেন্ট ভবন, রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দপ্তর ও আগবান সামরিক ঘাঁটিতেও গুলির শব্দ পাওয়া গেছে।
দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ও নোবেলজয়ী ডেসমন্ড টুটু উভয় পক্ষের উদ্দেশে অস্ত্র বিরতি করে সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি রোববার বিবিসিকে বলেন, ‘আমরা ভয়াবহ মানবাধিকার পরিস্থিতির কথা শুনেছি। এর মধ্যে সেখানে ১০ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়ে গেছে। হত্যাযজ্ঞ বন্ধ করতে আমাদের সবকিছু করতে হবে। ’
গত শনিবার আইভরি কোস্টের দেকু অঞ্চলে আন্তর্জাতিক সংস্থা কারিতাসের কর্মকর্তারা আনুমানিক এক হাজার লোকের মৃতদেহ উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১১