ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইভরি কোস্টে ১,০০০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১১
আইভরি কোস্টে ১,০০০ জন নিহত

আবিদজান: আইভরি কোস্টের পশ্চিমাঞ্চলে দেকু শহরে জাতিগত সহিংসতায় সপ্তাহজুড়ে কমপক্ষে ১,০০০ জন নিহত ও নিখোঁজ হয়েছে। ক্যাথলিক দাতব্য সংস্থা কারিতাস শনিবার একটি বিবৃতিতে এ তথ্য জানায়।



ব্যাপক সংঘর্ষের পর সেখানে গণকবর দেখার পরই বিষয়টি আরো পরিষ্কার হয়েছে। বিবৃতিতে বলা হয়, ওয়াত্তারার সমর্থকদের নিয়ন্ত্রণাধীন ছোট শহর কারেফুরে ২৭-২৯ মার্চ এই গণহত্যা সংগঠিত হয়।      

এর আগে রেডক্রস জানায়, মঙ্গলবার এক সংঘর্ষেই সেখানে কমপক্ষে ৮০০ লোক নিহত হয়। কারিতাস জানায়, এ হত্যার পেছনে কারা জড়িত তা সঠিক বলা না গেলেও অবশ্যই এর তদন্ত হবে।

নভেম্বরে আইভরি কোস্টে অনুষ্ঠিত নির্বাচনে ওয়াত্তারার কাছে হেরে যাওয়ার পরও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃত জানান বাগবো। পরবর্তীতে বৃহস্পতিবার তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়। স্বেচ্ছায় তিনি পদত্যাগ না করায় এখন তাকে জোর করে উৎখাতের চেষ্টা চলছে।

এদিকে, বাগবোকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আফ্রিকান ইউনিয়ন পদত্যাগ করে ওয়াত্তারার কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ০৩,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।