ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের মাজারে আত্মঘাতী বোমা হামলা: নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১১
পাকিস্তানের মাজারে আত্মঘাতী বোমা হামলা: নিহত ৪১

ইসলামাবাদ: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রোববার দুটি আত্মঘাতী বোমা হামলায় ৪১ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জাহিদ হোসেন বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।



তিনি বলেন, প্রদেশের দেরা গাজি খান জেলায় ১৩ শতকের সুফি আহমেদ সুলতান মাজারে এ হামলা চালানো হয়। মাজারটি সখি সরোবর নামে জনপ্রিয়।

জাহিদ হোসেন বলেন, ‘আমরা এ পর্যন্ত ৪১টি মৃতদেহ উদ্ধার করেছি। ’ এ ঘটনায় ৭০ জন আহত হয়েছে।

তিনি বলেন, ‘দুটিই আত্মঘাতী বোমা হামলা। তারা হেঁটে এখানে (মাজারে) এসে নিজেদের উড়িয়ে দেয়। এর আগে পুলিশ তাদের বাঁধা দেয়। ’

পুলিশ জানিয়েছে, এর আগে মাজারে নাশকতা ঘটানোর হুমকি দিয়েছিল জঙ্গিরা। ইসলামের সুফি অনুসারীরা পাকিস্তানে প্রায়ই জঙ্গি হামলার শিকার হচ্ছে।

এ পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। ইসলামের সুন্নি অনুসারীরা বিশেষ করে, তালিবান জঙ্গি গোষ্ঠী সুফিবাদের তীব্র বিরোধী।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।