ইয়াঙ্গুন: মিয়ানমারের শাসনক্ষমতায় দুই দশক ধরে অধিষ্ঠিত দেশটির সামরিকপ্রধান থান শয়ে তার পদ থেকে অবসর নিয়েছেন। সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।
গত বছর নভেম্ববরের অনুষ্ঠিত নির্বাচনের পর তার সমর্থিত জনপ্রতিনিধিদের হাতে তিনি দেশের শাসনভার তুলে দেন। সেই নির্বাচনে সামরিক সরকার নোবেলজয়ী নেত্রী অং সান সুচি ও তার পার্টিকে নির্বাচনে অংশ নিতে নিষেধাজ্ঞা জারি করে। প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে জনগণের কাছ থেকে ভোট নেওয়া হয়েছে অভিযোগ রয়েছে।
মিয়ানমারের সেনাপ্রধান হিসেবে তরুণ প্রজন্মের প্রতিনিধি ৫৪ বছর বয়সী মিন অং লেইং দায়িত্ব নিয়েছেন।
মিয়ানমারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সিনিয়ার জেনারেল থান শয়ে ও ভাইস-সিনিয়র জেনারেল মং আয়ে গত ৩০ মার্চ অবসর নিয়েছেন। এর আগে তারা নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। তারা এখন নাইপিদাউয়ে তাদের বাড়িতে অবস্থান করছেন। আমরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে বলতে পারছি না। তবে তারা এখন তারা বিশ্রাম নিচ্ছেন। ’
দক্ষিণ-পূর্ব দেশটিতে সরকারের ওপর সেনাবাহিনীর শক্ত প্রভাব রয়েছে। ৭৮ বছর বয়সী থান শয়ে সরকারে পেছনে থেকে কলকাঠি নাড়ছেন বলে অনেক বিশ্লেষকের ধারণা।
আরেকজন কর্মকর্তা বলেন, ‘তারা অবসর নিলেও বর্তমান সরকার তাদের কাছে পরামর্শ চাইলেই তারা দেবেন। ’
মিয়ানমার ১৯৬২ সাল থেকে সামরিক শাসনের অধীনে রয়েছে। ১৯৮৮ সালে এসপিডিসি (জান্তার অপর নাম) ক্ষমতায় আসে।
থান শয়ের ঘনিষ্ট মিত্র সাবেক প্রধানমন্ত্রী থিন সেইন গত বুধবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে সরকারে থান শয়ের ভূমিকা কী হবে তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১