আস্তানা: কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ পুনরায় পাঁচ বছর মেয়াদে নির্বাচিত হয়েছেন। খবর এএফপির।
নির্বাচন কমিশনের সোমবারের আংশিক প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি ৯৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। কত শতাংশ ভোট গণনা করা হয়েছে নির্বাচন কমিশন তা না বললেও এটা চূড়ান্ত ফলাফল নয় বলে জানায়।
নাজারবায়েভ এর আগে ২০০৫-এর নির্বাচনে ৯১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। নাজারবায়েভের একজন সহকারী ধারণা করেন, বর্ষীয়ান এই নেতা ২০০৫-এর নির্বাচনের চেয়েও ভালো করবেন। কারণ তিনি ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃত।
কাজাখস্তান কমিউনিস্ট পিপলস পার্টির প্রধান জামবিল আকমেতবেকভ ১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।
সরকারের সমর্থক সিনেটর গনি কাজিমভ পেয়েছেন ১ দশমিক ৯ ভাগ ভোট। পরিবেশবাদী মেলস ইলুজিসভ পেয়েছেন ১ দশমিক ২ শতাংশ ভোট।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১