ওয়াশিংটন: লিবিয়ার চার দশক ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির অপসারণ চাচ্ছেন তারই দুই ছেলে। সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পিতার ক্ষমতার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন তারা।
রোববার রাতে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস অনলাইনে এ খবর প্রকাশ করে।
গাদ্দাফির দুই ছেলে সাইফ এবং সাদির ঘনিষ্ঠজনের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, দ্ইু ছেলে তাদের পিতাকে ছাড়াই লিবিয়ায় পরিবর্তনের দিকে অগ্রসর হতে চায়।
প্রতিবেদনে বলা হয়, সাইফ আল গাদ্দাফি ও সাদি আল গাদ্দাফির প্রস্তাব করা পদত্যাগপত্রে সই করেছেন কি না তা পরিষ্কার নয়।
গাদ্দাফির দুই ছেলে পশ্চিমা ঘরানার অর্থনীতি এবং রাজনৈতিক মতাদর্শের পক্ষে অবস্থান নিয়েছেন। অপরদিকে, তার অন্য দুই ছেলে খামিস এবং মুতাসিম তাদের বাবার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।
এদিকে, গাদ্দাফির ছেলেদের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে বিক্ষোভকারীরা। সোমবার বিক্ষোভরারীদের জাতীয় পরিবর্তনকামী পরিষদ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে। পরিষদের মুখপাত্র সামসেদ্দিন আব্দুলমেলাহ বলেন, তাদের এই প্রস্তাব সম্পূর্ণ রূপে নাকচ করা হল। তিনি আরও বলেন, যে কোনো ধরনের কূটনৈতিক মধ্যস্থতা করার আগেই গাদ্দাফি ও তার ছেলেদের দেশ ছেড়ে যেতে হবে।
ন্যাটো বাহিনীর নেতৃত্বে মিত্রবাহিনী লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতন ও সেদেশের বেসামরিক জনগণকে রক্ষার জন্য অভিযান পরিচালনা করছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১