ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

২০১২ সালে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, এপ্রিল ৪, ২০১১
২০১২ সালে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ওবামার

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ২০১২ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বারাক ওবামা। সোমবার ওবামা তার ওয়েবসাইটে এসংক্রান্ত একটি ভিডিওবার্তা প্রকাশ করেন।



প্রেসিডেন্ট বারাক ওবামা লাখ লাখ আমেরিকার সঙ্গে অনলাইনে যোগাযোগ রক্ষা করেন। তার ওয়েব প্রচারণা ২০০৮ সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সমর্থকদের উদ্দেশে পাঠানো একটি ইমেইল বার্তায় ওবামা বলেন, ‘ছোট পরিসরে প্রচারণা অভিযান শুরু করতে হবে। ধীরে ধীরে তা বড় আকারে নিয়ে যেতে হবে। এ নিয়ে প্রতিবেশী, সহকর্মী ও বন্ধুর সঙ্গে আলাপ করতে হবে। ’

ওবামার ওয়েবসাইটে নতুন দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরা হয়েছে। তার সমথর্কেরা জানায়, ‘চার বছর ধরে কী করা হয়েছে তা তুলে ধরা হবে প্রচারণায়। কী করা হয়নি তাও থাকবে। একইসঙ্গে সমর্থকদের চিন্তা ও অভিজ্ঞতাও থাকবে এই প্রচারণায়। ’

আশা করা হচ্ছে, ওবামার বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে একাধিক ব্যক্তি রিপাবলিকান দলের মনোনয়ন লাভের চেষ্টা করবেন। তবে এ পর্যন্ত মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম পলেন্টি ওবামার বিরুদ্ধে দাঁড়াবেন বলে আনুষ্ঠানিক দিয়েছেন।

ভিডিও বার্তায় বলেন, ‘এ পর্যন্ত আমরা যে প্রগতি অর্জন করেছি তা রক্ষার জন্য প্রশাসন ও দেশের সব সমর্থক লড়াই করবেন। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।