লন্ডন: শিক্ষকদের নামে মিথ্যা অভিযোগ করলে ছাত্রদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবেন ব্রিটেনের স্কুলপ্রধানেরা। শিক্ষামন্ত্রী মাইকেল গোভ এ ঘোষণা দিয়েছেন।
মাইকেল গোভ নতুন নিয়ম চালুর ব্যাপারে বলেন, শিক্ষকরা শৃঙ্খলা বজায় রাখার জন্য নতুন করে ক্ষমতা পেলেন। এর মধ্যে আছে, তারা ছাত্রদের মোবাইল ফোন তল্লাশি করতে পারবেন।
৬০০ পৃষ্ঠার এই নির্দেশনাটি কমিয়ে ৫০ পৃষ্ঠা করা হয়েছে। ফৌজদারি মামলা করার পাশাপাশি স্কুলপ্রধানেরা মিথ্যা অভিযোগকারী ছাত্রদের সাময়িক বা স্থায়ীভাবে বহিষ্কার করার ক্ষমতাও পাবেন।
সরকার এজন্য বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে প্রধানশিক্ষক চার্লি টেলরকে নিয়োগ দিয়েছেন। এর আগে স্কুল পরিদশর্করা বলেন, এক চর্তুথাংশ শিক্ষক ছাত্রদের কাছ থেকে মিথ্যা অভিযোগের শিকার হন।
গোভ এই নীতি চালু করার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, নিয়ম-শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়া হবে। স্কুলে নিয়ম-শৃঙ্খলা না থাকলে শিক্ষকেরা ছাত্রদের ঠিকমতো শেখাতে পারেন না আর ছাত্ররাও শিখতে পারে না। এতে শিক্ষকদের আত্মবিশ্বাস বাড়বে।
তিনি আরো বলেন, চার্লি টেলরকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনা এটাই প্রমাণ করে, সরকার বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছে। টেলর ব্রিটেনের বেশ কয়েকটি স্কুলে শৃঙ্খলা বলবৎ করার কাজ করেন।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১