ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবিদজানে যুদ্ধাবস্থা

আর্ন্তজাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১
আবিদজানে যুদ্ধাবস্থা

আবিদজান: আইভরি কোস্টের রাজধানী আবিদজানে মঙ্গলবারও ভারী অস্ত্র নিয়ে লড়াই চলছে। রাজধানীতে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

লড়াইয়ে একদিকে লরাঁ বাগবোর বাহিনী এবং অন্যদিকে আন্তর্জাতিক মহলে স্বীকৃত নির্বাচিত প্রেসিডেন্ট ওয়াতারার সেনাবাহিনী৷খবর এএফপির।
 
প্লাতেরু জেলায় প্রেসিডেন্ট বাগবোর প্রাসাদ সংলগ্ন  এলাকায় গোলাগুলি চলছে। টানা দ্বিতীয় দিনের মতো বাগবোর ভবন দখলের জন্য এই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে।

ওয়াতারার মুখপাত্র সাইদিকি কোনেট সোমবার রাতে বলেন,‘কয়েক ঘণ্টার মধ্যে বাগবোর পতন নিশ্চিত হবে”। রাতেই অভিযান শেষ হবে বলেও জানান তিনি।  

গত সোমবার ফ্রান্স এবং জাতিসংঘের হেলিকপ্টার থেকেও বাগবোর প্রাসাদ লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইভরি কোস্টের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বাগবোর পদত্যাগের দাবি জানিয়েছেন৷তিনি বলেন,‘ জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে বাগবোর সরে দাঁড়ানো উচিত’।

প্রসঙ্গত, নভেম্বরে আইভরি কোস্টে অনুষ্ঠিত নির্বাচনে ওয়াত্তারার কাছে হেরে যাওয়ার পরও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃত জানান বাগবো। স্বেচ্ছায় তিনি পদত্যাগ না করায় এখন তাকে জোর করে উৎখাতের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৯, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।