হায়দারাবাদ: ভারতের জনপ্রিয় আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবাকে লাইফ সাপোর্ট দিয়ে দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে বাঁচিয়ে রাখা হয়েছে। সরকারি কর্মকর্তারা মঙ্গলবার এ খবর জানিয়েছে।
এই আধ্যাত্মিক ধর্মীয় গুরু (৮৫) তার অলৌকিক ক্ষমতার জন্য খুবই সুপরিচিত। অত্যন্ত প্রভাবশালী এই ধর্মীয় গুরুর শতাধিক দেশে শিষ্য রয়েছে।
ফুসফুস এবং বুকে জটিলতা দেখা দিলে গত ২৮ মার্চ তাকে তারই সংগঠনের অর্থায়নে অন্ধ্রপ্রদেশ রাজ্যের পুত্তাপার্থি শহরের হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সর্বশেষ স্বাস্থ্য বার্তায় জানানো হয়, তার অবস্থা তখনই থেকেই অপরিবর্তিত রয়েছে। তার কিডনি ডায়ালাইসিস করা হয়েছে এবং কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশের পুত্তাপার্থির আশ্রমে তার বাড়িতে শত শত ভক্ত আসতে শুরু করেছে। স্থানীয় সূত্র থেকে বিভিন্ন রকম খবর পেয়ে তাদের অনেককেই ক্রুদ্ধ হতে দেখা গেছে।
ধূসর চুলের অধিকারী এই ধর্ম গুরুর দেশে-বিদেশে দশ লাখেরও বেশি শিষ্য রয়েছে। তাকে অনেকেই জীবন্ত দেবতা হিসেবে মান্য করেন। শিষ্যদের বিশ্বাস, ১৯১৮ সালে প্রয়াত ধর্মগুরু শির্দির সাই বাবা পুর্নজন্ম লাভ করে সত্য সাঁই বাবা রূপে জন্ম নিয়েছেন।
তার অলৌকিক ক্ষমতার মধ্যে রয়েছে মৃত মানুষের প্রাণ ফিরিয়ে আনা--যা তিনি দাবি করেন। তার শিষ্যদের মধ্যে আছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী, শীর্ষ ব্যবসায়ী, ক্রিকেটার প্রমুখ। তাঁর প্রতিষ্ঠিত সংগঠন শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করে--যা তাকে আরো পরিচিতি এনে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১