ওয়াশিংটন: ইয়েমেনে ক্ষমতার-শূন্য অবস্থার সুযোগ নিতে পারে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা। সোমবার এই কথা বলে সতর্ক করে দিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউজ এমন সময়ে এই সতর্কবাণী উচ্চারণ করল যখন ইয়েমেনে নিরাপত্তা বাহিনীর গুলিতে রোববার ১৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। উপসাগরীয় এই রাষ্ট্রটি সংকট মোকাবিলার জন্য বিরোধীদের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে।
ইয়েমেনের বর্তমান প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ আল কায়েদা জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি বলেন, ‘আমরা এ বিষয়ে খুবই সতর্ক আছি, রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে ইয়েমেনে যে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে তার সুযোগ নেওয়ার চেষ্টা করবে আল কায়েদা এবং অন্যান্য গোষ্ঠী।
কার্নি বলেন, সংকট কাটিয়ে ওঠার জন্য রাজনৈতিক সংলাপের বিকল্প নেই। ‘আমরা এ জন্যই সালেহকে সংলাপে বসার অনুরোধ জানাই। ’
এদিকে, নিউইয়র্ক টাইমসে খবর বেরিয়েছে, সালেহর বিষয়ে যুক্তরাষ্ট্র তার মত পরিবর্তন করেছে এবং এখন যুক্তরাষ্ট্র চায় সংস্কারের প্রস্তাব বাদ দিয়ে সালেহ পদত্যাগ করুক।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১