ওয়াশিংটন: মার্কিন বিমান বাহিনী লিবিয়ার থেকে সোমবার যুদ্ধবিমান প্রত্যাহার করে নিয়েছে। ন্যাটোর অনুরোধে মার্কিন বিমানগুলি বাড়তি ৪৮ ঘণ্টা অভিযান চালিয়েছে বলে একজন কর্মকর্তা জানান।
লিবিয়া অভিযানের নেতৃত্ব দিচ্ছে বহুজাতিক ন্যাটোবাহিনী৷ এর আগেই লিবিয়া থেকে যুদ্ধবিমান প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।
উত্তেজনাপূর্ণ লিবিয়ায় গাদ্দাফির পতন ও বেসামরিক জনগণকে রক্ষা করে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য সোমবার ন্যাটো বাহিনী বিমান হামলা আরও জোরদার করে। এ প্রসঙ্গে রোববার পেন্টাগন জানায়, লিবিয়ার সহিংসতাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পেন্টাগণের মুখপাত্র ড্যারিন জেমস বলেন, সোম বা মঙ্গলবারের মধ্যে লিবিয়ায় কমপক্ষে দুইবার বিমান অভিযান চালানো হয়। দূরপাল্লার ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চলে।
এদিকে, লিবিয়ার সরকারি মুখপাত্র মুসা ইব্রাহিম বলেছেন, গাদ্দাফির নেতৃত্বে প্রশাসন নির্বাচন ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের জন্য প্রস্তুত৷
বাংলাদেশ সময়: ১৯০৩, এপ্রিল ০৫, ২০১১