ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমরা পাকিস্তানের সঙ্গে জোরালো সম্পর্ক চাই: ক্যামেরন

আন্তর্জাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১
আমরা পাকিস্তানের সঙ্গে জোরালো সম্পর্ক চাই: ক্যামেরন

ইসলামাবাদ: ব্রিটেন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দুর্লঙ্ঘনীয়, যা সন্ত্রাসবাদ মোকাবিলা অভিযানে পারস্পরিক সহায়তার মাধ্যমে আরও জোরদার করা যেতে পারে। পাকিস্তান সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মঙ্গলবার এ মন্তব্য করেন।

খবর পাকিস্তানি দৈনিক দ্য ডনের।

এর কয়েক মাস আগে ভারত সফরকালে ক্যামেরন পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেন, দেশটি বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ রপ্তানি করছে। তিনি পাকিস্তানকে নতুন করে শুরু করার আহ্বান জানান।

ব্রিটেনের জাতীয় প্রতিরক্ষার জন্য পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে ১০ নং ডাউনিং স্ট্রিট। পাকিস্তানি বংশোদ্ভূত বহু লোক ব্রিটেনে বসবাস করে। ২০০৫ সালের বোমা হামলাসহ বিভিন্ন হামলায় পাকিস্তানিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

কোনো পশ্চিমা নেতার পাকিস্তানে এটা একটি বিরল সফর। সফরে ক্যামেরনের সঙ্গে রয়েছে ব্রিটেনের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের (এম১৬) প্রধান জন সয়ারস। এছাড়া ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ডেভিড রিচার্ডস রয়েছেন সফরসঙ্গী হিসেবে।

রাজধানী ইসলামাবাদে ইউসুফ রাজা গিলানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ক্যামেরন পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই প্রচেষ্টার প্রশংসা করেন। এ নিয়ে তিনি আরও সহযোগিতার আশা করেন।

ক্যামেরন বলেন, ‘একসঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলা করা ছাড়া আমাদের আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। ’ তিনি বলেন, ২০১৫ সাল নাগাদ পণ্যসামগ্রী ও সেবা খাতে ব্রিটেন দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নীত করে ৪১০০ কোটি মার্কিন ডলার করার চেষ্টা করছে। যুক্তরাজ্য পাকিস্তানে ৪০ লাখ শিশুকে স্কুলে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।