লন্ডন: সীমান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানি সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ স্কাই নিউজকে মঙ্গলবার এ কথা বলেন।
২০০৮ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়ে তিনি এখন লন্ডনে বসবাস করছেন। এর আগে তিনি বলেছিলেন, জঙ্গিদের প্রতি পাকিস্তান তার দৃষ্টি বন্ধ করে রেখেছে।
তিনি বলেন, সন্ত্রাসাবাদ মোকাবিলায় এটা দেশের কৌশলগত স্বার্থ এবং অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বন্ধে সরকারের এ বিষয়ে আরও কঠোর পথ ধরা উচিৎ। স্কাই নিউজের অ্যাডাম বুলটনকে তিনি এসব কথা বলেন।
তিনি এমন সময় মন্তব্য করলেন যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পাকিস্তান সফরে রয়েছেন। দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারসহ ক্যামেরন পাকিস্তানে শিশুশিক্ষার জন্য এরইমধ্যে ৬৫ কোটি পাউন্ড (ব্রিটিশ মুদ্রা) অনুদানের ঘোষণা দিয়েছেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ অনুদান প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয়, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মূল কারণই হচ্ছে নিরক্ষরতা। ’
মোশাররফ বলেন, জঙ্গিরা পাকিস্তানের সমাজের সাধারণ শত্রু। তিনি বলেন, ‘আমরা বলতে পারি না, (বিশ্বের কাছে) পাকিস্তান হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সন্ত্রাসীদের কারণেই এ হুমকি সৃষ্টি হচ্ছে। সন্ত্রাসীদের লক্ষ্য এখন খোদ পাকিস্তুান। প্রতিদিন সেখানে কতজন মানুষ মারা যাচ্ছে তা খেয়াল রাখলেই বুঝবেন। ’
গত বছর মোশাররফ একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। ২০১৩ সালের নির্বাচনে অংশ নিতে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তবে কিছুদিন আগে বেনজির ভুট্টো হত্যাকা-ের ঘটনায় পাকিস্তানের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১