ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বাঙ্কার থেকে

আত্মসমর্পণে অস্বীকৃতি বাগবোর

আর্ন্তজাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, এপ্রিল ৬, ২০১১
আত্মসমর্পণে অস্বীকৃতি বাগবোর

আবিদজান: আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানে লরাঁ বাগবোর প্রাসাদের চারপাশে প্রধান বিরোধী নেতা অ্যালাসান ওয়াত্তারার সেনাবাহিনী ঘিরে থাকলেও তিনি আত্মসমপর্ণ করতে অস্বীকৃতি জানান। খবর বিবিসির।



বাংকারে আশ্রয় নেওয়া বাগবো টেলিফোনে ফ্রান্সের টেলিভিশন চ্যানেল এলসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার বাহিনী শুধুমাত্র সাময়িক অস্ত্র বিরতির বিষয়ে আলোচনা করছে। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হয়েছেন বলেও দাবি করেন।

তবে আন্তর্জাতিক সম্প্রদায় আইভরি কোস্টের নেতা হিসেবে প্রেসিডেন্ট ওয়াত্তারাকে স্বীকৃতি দেয়।

দেশটির বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ফ্রান্সকে দায়ী করেন বাগবো। তিনি বলেন, ‘আমি আমার জীবন ভালোবাসি। আমার লক্ষ্য মৃত্যু নয়’।

এদিকে, পশ্চিমা শক্তি বাগবোকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইভরি কোস্টের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বাগবোকে নির্বাচনের ফলাফলের  প্রতি সম্মান দেখিয়ে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ মিশন থেকে বলা হয়েছে, বাগবো আত্মসর্ম্পণের দোরগোড়ায় চলে এসেছেন।

গত বছর নভেম্বরে আইভরি কোস্টে অনুষ্ঠিত নির্বাচনে ওয়াত্তারার কাছে হেরে যাওয়ার পরও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃত জানান বাগবো। স্বেচ্ছায় তিনি পদত্যাগ না করায় এখন তাকে জোর করে উৎখাতের চেষ্টা চলছে। এই উৎখাত অভিযানে ফ্রান্সসহ জাতিসংঘ বাহিনী অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।