রোম: ভূমধ্যসাগরে ২০০ জন শরণার্থী নিয়ে একটি নৌডুবির ঘটনা ঘটেছে। এরইমধ্যে হেলিকপ্টারের সাহায্যে ৪৮ জনকে জীবিত এবং ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রাতে ঝড়ো আবহাওয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ইতালির উদ্ধারকর্মীরা জানিয়েছে, নৌযানটিতে ২০০ জন যাত্রী ছিল।
কোস্টগার্ড একটি বিবৃতিতে জানায়, ইতালির লামপেদুসা দ্বীপ থেকে ৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে নৌকাটি দুর্ঘটায় পড়ে। বিবৃতিতে বলা হয়, ধারণা করা হচ্ছে, নৌকাটি তিউনিসিয়া থেকে ইতালির পথে যাচ্ছিল।
প্রতিকূল আবহাওয়া এবং অন্ধকারের জন্য উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে। তবে সমস্যা থাকা সত্ত্বেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
ইতালির সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, কোস্টগার্ডের তিনটি নৌকা, একটি মাছ ধরার নৌকা, দুটি বিমান এবং একটি হেলিকপ্টার নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযানে নামানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৪, এপ্রিল ০৬, ২০১১