ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় বাস

আর্ন্তজাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, এপ্রিল ৬, ২০১১
বিশ্বের সবচেয়ে বড় বাস

কুরিতিবা: রাস্তায় যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় বাস নির্মাণ করেছে। বাসটির দৈর্ঘ্য ৯২ ফুট ও প্রস্থ (চওড়া) ৮ দশমিক ৫ ফুট।



বাসটির অনন্য আধুনিক নির্মাণশৈলী যাত্রীদের জন্য হবে আরামদায়ক ও নিরাপদ। সুদৃশ্য এই বাসসেবা চালুর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ এর সুবিধা জনসম্মুখে তুলে ধরে।

বাসটি ২৫০ জন যাত্রী নিয়ে কুরিতিবা শহরের ২২ দশমিক ৪ কিলোমিটার পথ পাড়ি দেবে। এই পথ যেতে বাসটি সময় নেবে মাত্র ২৫ মিনিট। নয়টি নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠা নামা করবে। বাসটির নির্মাণকারী প্রতিষ্ঠান ভলভো জানায়, পরিবেশ বান্ধব এই বাসে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে সয়াবিন থেকে তৈরি বিশেষ জ্বালানি।

নতুন বাসসেবা উদ্বোধন উপলক্ষ্যে কুরিতিবার মেয়র লুসিয়ানো দুচ্চি বলেন, শহরের যাত্রীদের উন্নত সেবা দিতেই এই বাস নামানো হচ্ছে।

কুরিতিবা ব্রাজিলের অষ্টম বৃহত্তম শহর। অনেকেই এই শহরকে ‘হাস্যোজ্জ্বল সিটি’ হিসেবে চেনে। শহরটির পরিকল্পিত নগরায়ন এবং পরিবেশ রক্ষার নানা উদ্যোগ বিশ্বজুড়ে সুপরিচিত।

বাংলাদেশ সময়: ১৫৩৬, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।