সানা: প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে বুধবার লাখো জনগণ ইয়েমেনের রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেছে। এর আগের রাতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি করে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর তায়েজের আলহুরিয়া (স্বাধীনতা) চত্বরে সরকার বিরোধী আন্দোলনকারীরা মিলিত হয়। তাদের দাবি, সালেহকে ক্ষমতা ছাড়তে হবে।
মিছিলে নির্মমভাবে গুলি চালানোর পর জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানায়। যদিও আলকায়েদা বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র সালেহকে ঘনিষ্ঠ মিত্র বিবেচনা করে।
তিন দশক ধরে ক্ষমতায় অধিষ্ঠিত প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ও বিরোধীরা উপসাগরীয় দেশগুলোর ইয়েমেনে মধ্যস্ততা করার প্রস্তাবকে স্বাগত জানায়। এরপর মিছিলে গুলি চালানোর ঘটনা ঘটে।
সরকারের পক্ষত্যাগী সেনাকর্মকর্তা জেনারেল আলি মোহসেন আল-আহমার বলেন অভিযোগ করেছেন, সালেহর অনুগত বাহিনীর লোকজন তাকে হত্যা করার চেষ্টা করছে।
গত ১৮ মার্চ রাজধানী সানায় সরকার বিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি করলে ৫২ জন হয়। এরপর দেশজুড়ে এ বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১