ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে অস্ত্র পাঠানোর ইঙ্গিত ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ইউক্রেনে অস্ত্র পাঠানোর ইঙ্গিত ওবামার ছবি: সংগৃহীত

ঢাকা: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সমস্যার সমাধানে কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্র পাঠাতে পারে বলে জানিযেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট এ ইঙ্গিত দেন।

যদিও ইউক্রেনে অস্ত্র পাঠানোর ব্যাপারে অ্যাঙ্গেলা মেরকেলের আপত্তি রয়েছে।  

সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

ইউক্রেন সঙ্কট নিরসনে গত বছরের মিনস্ক চুক্তির বিষয়ে জার্মানি ও ফ্রান্সের মধ্যে নতুন করে আলোচনার কথা ওবামাকে জানান তিনি।

নতুন করে মিনস্ক চুক্তির বিষয়ে আলোচনার পর বারাক ওবামা বলেন, রাশিয়ার প্রতিশ্রুতি লঙ্ঘনের কারণেই মিনস্ক চুক্তি ব্যর্থ হয়েছে।   

এর আগে ইউক্রেন ও রুশপন্থি বিদ্রোহী দুই পক্ষই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে ব্যর্থ হয়ে যায় বেলারুশের রাজধানী মিনস্কে স্বাক্ষরিত শান্তি চুক্তি।
 
এদিকে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় লড়াইয়ে নয় সেনা সদস্য ও সাত বেসামরিক লোক নিহত হয়েছেন পূর্ব  ইউক্রেনে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।