ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

তিকরিত অভিযানে অগ্রগতি ইরাকি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, মার্চ ৩, ২০১৫
তিকরিত অভিযানে অগ্রগতি ইরাকি বাহিনীর ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামিক স্টেটের (আইএস) এর কাছ থেকে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিত পুনরুদ্ধারের অংশ হিসেবে এর আশেপাশের কয়েকটি জেলা দখল করে নিয়েছে অগ্রসরমান ইরাকি বাহিনী।

দেশটির সরকারি বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বিভিন্ন দিক থেকে পরিচালিত এই অভিযানে ইরাকি বাহিনী এবং শিয়া মিলিশিয়া সহ প্রায় ৩০ হাজার যোদ্ধা অংশ নিচ্ছে। সেই সাথে বিমান হামলা চালিয়ে স্থলবাহিনীকে সহায়তা দিচ্ছে ইরাকি বিমানবাহিনী।

গত বছর জুনে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হাতে সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিতের পতন হয়।

সোমবার থেকে অভিযান শুরু করা ইরাকি বাহিনী ইতোমধ্যে তিকরিতের উত্তর-পূর্বের জেলা আল-তিন এবং পশ্চিমের জেলা আল-আবেইদ দখল করে নিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

এছাড়া তিকরিতের দক্ষিণ-পূর্বে আল-দৌর, উত্তরের শহর আল-আলাম এবং কাদিসিয়াতেও লড়াইয়ের খবর পাওয়া গেছে।

সেনা এবং স্বাস্থ্য অধিদপ্তর সুত্রের বরাত দিয়ে লড়াইয়ে এখন পর্যন্ত ৫ সেনা এবং ১১ জন মিলিশিয়া যোদ্ধা নিহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে ইসলামিক স্টেটের তরফে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে পেন্টাগন জানিয়েছে, এ যুদ্ধে আকাশপথে ইরাকি বাহিনীকে কোনো সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র।

গত রোববার (১ মার্চ) তিকরিতে অভিযানের ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ০৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ