ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ নিয়ে ভারতের অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০
পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ নিয়ে ভারতের অসন্তোষ

নয়াদিল্লী: পাকিস্তানকে দেয়া মার্কিন সামরিক সাহায্যের পরিমানকে ইসলামাবাদের প্রয়োজনের তুলনায় “অসামঞ্জস্যপূর্ণ” বলে সোমবার অসন্তোষ প্রকাশ করলো ভারত। একইসঙ্গে ভারত এই সামরিক সরঞ্জামের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলেও সতর্ক করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ।



ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ.কে. এনটোনি সাংবাদিকদেরকে বলেন, পাকিস্তানকে সরবরাহকৃত সামরিক সরঞ্জাম এর লক্ষিত “সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে প্রয়োজনের তুলনায় অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি”।

তিনি বলেন, নয়া দিল্লির উদ্বেগের বিষয়টি তিনি গত সপ্তাহে সফররত যুক্তরাষ্ট্রের জাতিয় নিরাপত্তা উপদেষ্টা জেমস জোনস এবং জয়েন্ট চীফ অফ স্টাফ এর চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেনকে জানিয়েছেন।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে এনটোনি বলেন “আমরা মনে করি এসব অত্যাধুনিক যন্ত্রপাতি ভারতের বিরুদ্ধে ব্যবহারের সবধরনের সম্ভাবনা রয়েছে”।

এর আগে ভারত পাকিস্তানের কাছে যুক্তরাষ্ট্রের চালকবিহীন ড্রোন বিমান বিক্রির প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫১ ঘণ্টা, জুলাই ২৬ , ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।