ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

দ. সুদানে শান্তি আলোচনা ব্যর্থ, বান কি-মুনের হতাশা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, মার্চ ৮, ২০১৫
দ. সুদানে শান্তি আলোচনা ব্যর্থ, বান কি-মুনের হতাশা

ঢাকা: দক্ষিণ সুদানে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় চরম হতাশা ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

শনিবার (০৭ মার্চ) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মুন এ হতাশার কথা জানান।



দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিইর মায়ারদিত এবং পদচ্যুত ভাইস প্রেসিডেন্ট রেইক মাচারের মধ্যকার দ্বন্দ্বে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। আর ২০১৩ সালের ডিসেম্বর থেকে চলে আসা সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

সংঘাত নিরসনে ইন্টারগভর্নমেন্টাল অথরিটি অন ডেভেলপমেন্টের (আইজিএডি) মধ্যস্থতায় শুক্রবার (০৬ মার্চ) উভয়পক্ষের মধ্যে বৈঠক হয়। কিন্তু কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়।

জাতিসংঘের গনমাধ্যম বিভাগ জানায়, আইজিএডি’র নেতৃত্বে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় গভীর হতাশা ব্যক্ত করেছেন মহাসচিব।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মঙ্গলবার (০৩ মার্চ) চলমান সহিংসতার কারণে দক্ষিণ সুদান সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ