ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডায় হেলিকপ্টার বিধ্বস্ত, ১১ সেনা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
ফ্লোরিডায় হেলিকপ্টার বিধ্বস্ত, ১১ সেনা নিখোঁজ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর ১১ আরোহী নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে সাতজন মেরিন সেনা বলে জানা গেছে।



রাত্রিকালীন প্রশিক্ষণে অংশ নেওয়া দু’টি ইউএইচ-৬০ ব্ল্যাকহক হেলিকপ্টারের মধ্যে একটি বিধ্বস্ত হওয়ার পর বুধবার সকাল থেকে এর আরোহীদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ফ্লোরিডার ভ্যালপেরাইসোতে এগলিন বিমান ঘাঁটির মুখপাত্র অ্যান্ডি বোরল্যান্ড মার্কিন সংবাদসংস্থা এনবিসি নিউজকে জানিয়েছেন।

অন্ধকার এবং কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে জানিয়ে বোরল্যান্ড বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
নিখোঁজ মেরিন সেনারা নর্থ ক্যারেলিনার ক্যাম্প লেজুয়েনের বিশেষ অপারেশনস রেজিমেন্টের সদস্য বলে জানান তিনি।

তবে প্রশিক্ষণে অংশ নেওয়া অপর ব্ল্যাকহক হেলিকপ্টারটি এবং এর আরোহীরা অক্ষত রয়েছে বলে জানিয়েছেন অ্যান্ডি বোরল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।