ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে দফায় দফায় হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
মিশরে দফায় দফায় হামলায় নিহত ১৩ ছবি : সংগৃহীত

ঢাকা: মিশরের সিনাই উপত্যকায় দফায় দফায় সন্ত্রাসী হামলায় দুই সৈন্যসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ডজন খানেক লোক।



বুধবার (৮ এপ্রিল) সিনাইয়ের পৃথক তিনটি স্থানে মর্টার শেল ও মিসাইল নিক্ষেপ করে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালানো হয়।

প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সিনাইয়ের উত্তরাঞ্চলে শেখ যুয়েইদ শহরের দক্ষিণে একটি আবাসিক এলাকায় মর্টার শেলের ‍আঘাতে নয় বেসামরিক লোক নিহত হন।

একই দিন এই এলাকার একটি গ্রামের একটি বাড়িতে মিসাইলের আঘাতে আরও দুই বেসামরিক লোক নিহত হন।

আর সিনাইয়ের রাজধানী এল-আরিশে টহলরত একটি সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হলে নিহত হন দুই সৈন্য।

২০১৩ সালের জুলাইয়ে মিশরের গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী সরকারের নিয়ন্ত্রণে আসার পর থেকেই দেশটিতে সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সিনাই উপত্যকায় সেনা সদস্য ও নিরাপত্তা বাহিনীর ওপর প্রায়ই হামলার ঘটনা ঘটতে শুরু করে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
আরএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।