নয়া দিল্লি: ভারতের দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের সবক’টি রাডার কিছুক্ষণের অচল হয়ে পড়ে। বুধবার স্থানীয় সময় ৫টা ৫৪ মিনিটে এই ঘটনা ঘটে।
তবে, এ মুহূর্তে সিস্টেম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনা ঘটলে বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা পুরনো অটোট্রাক সিস্টেম চালু করে। সৌভাগ্যক্রমে এ সময় এটি বিচ্ছিন্ন ছিল না। এটিসি রাডার কার্যকর করার জন্য অটোট্রাক সংযোগ সফটওয়্যার হিসেবে কাজ করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এনডিটিভিকে জানায়, সিস্টেম অচল হয়ে পড়ার সময় আকাশে খুব বেশি বিমান ছিলো না।
পুনরায় ফাইটের অবতরণ ও উড্ডয়ন স্বাভাবিক হয়।
বাংলাদেশ স্থানীয় সময়: ২০৪৮ ঘণ্টা, ২০১০