ঢাকা: থাইল্যান্ডে স্মরণকালের সবচেয়ে বড় হাতির দাঁতের চালান আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। আটক দাঁতগুলোর ওজন চার টনের কাছাকাছি বলে জানা গেছে।
শনিবার (১৮ এপ্রিল) ব্যাংকক বন্দরে এ চালান আটক করা হয় বলে মঙ্গলবার (২১ এপ্রিল) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন দেশটির শুল্ক বিভাগের মহাপরিচালক সোমচাই সুজাপোংসে।
কঙ্গো থেকে আসা এ চালান লাওস যাচ্ছিলো জানিয়ে সোমচাই বলেন, মোট সাতশ’ ৩৯টি হাতির দাঁত উদ্ধার করা হয়েছে।
এ ঘটনাকে থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় হাতির দাঁতের চালান উল্লেখ করে দাঁতগুলো শিমের বস্তায় লুকিয়ে পাচার করা হচ্ছিল বলে জানান সোমচাই সুজাপোংসে।
সোমচাই আরো বলেন, ৬০ লাখ ডলার মূল্যের এই দাঁতগুলো লাওস পৌঁছার পর থাইল্যান্ড, ভিয়েতনাম ও চীনা ক্রেতাদের মধ্যে বিতরণ করা হতো।
আফ্রিকান হাতির দাঁত চোরাচালানের সবচেয়ে বড় বাজার থাইল্যান্ড। এখান থেকে এগুলো এশিয়া মহাদেশের বিভিন্ন প্রাণ্তে ছড়িয়ে পড়ে।
তবে হাতির দাঁত চোরাচালান রোধে কোনো অগ্রগতি দেখাতে না পারলে দেশটির ওপর খুব শিগগিরই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
আরএইচ/আরআই