ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে দুর্ঘটনায় ১৭ ভারতীয় তীর্থযাত্রীর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
নেপালে দুর্ঘটনায় ১৭ ভারতীয় তীর্থযাত্রীর প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালের পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ ভারতীয় তীর্থযাত্রী। বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানী কাঠমুণ্ডু থেকে ১৬ কিলোমিটার দূরে পৃথ্বি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এ ঘটনায় আরো অন্তত ২৭ তীর্থযাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা তাজেন্দ্র জানিয়েছেন, কাঠমুন্ডুর পশুপতিনাথ মন্দির দর্শনে ভারতের গুজরাট থেকে আসা তীর্থযাত্রীদের বহন করছিল বাসটি। বাড়ি ফেরার পথে বাসটি পাহাড়ি রাস্তা থেকে অন্তত এক হাজার ফুট গভীরে পড়ে যায় জানান তাজেন্দ্র।

আহত এক তীর্থযাত্রী জানিয়েছেন, বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসটির ড্রাইভার।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।