ঢাকা: ইথিওপিয়ায় ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস বিরোধী র্যালিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সম্প্রতি লিবিয়ায় প্রায় ত্রিশজন ইথিওপীয় খ্রিস্টানকে হত্যার ভিডিও প্রকাশ করে আইএস।
সরকারি পৃষ্ঠপোষকতায় র্যালি হলেও কয়েকজন বিক্ষোভকারী কর্তৃপক্ষের ওপরই তাদের ক্ষোভ প্রকাশ করে বসে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় বিক্ষোভকারীদের।
শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ এসময় টিয়ার গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। সেই সঙ্গে শতাধিক বিক্ষোভকারীকে আটকও করা হয়।
বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
আরএইচ/কেএইচ/