ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উৎপত্তিস্থল নেপালে ভূমিকম্পের মাত্রা ৭.৯

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
উৎপত্তিস্থল নেপালে ভূমিকম্পের মাত্রা ৭.৯ ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালের পার্বত্য এলাকায় শনিবার দুপুরে এক শক্তিশালী  ভূমিকম্প আঘাত হেনেছে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৭.৯ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ইউএস জিওলজিক্যাল সার্ভে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানী কাঠমাণ্ডুর অদূরে পোখরার কাছে লামজুং।

nepal_earthquak_smনেপালের মতো এই কম্পন বাংলাদেশের সর্বত্র ও  ভারতের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১২টা ১১ মিনিটে (বাংলাদেশ সময়) শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮২ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ১০ কিলোমিটার।

ভূমিকম্পের পর সেখানে ভবন ধস ও আহতের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫/আপডেট: ১২৪৮ ঘণ্টা/ আপডেট: ১৩১৫ ঘণ্টআ
জেডএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।